spot_img

গাজায় ইসরায়েলি হামলা, আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

অবশ্যই পরুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, আকাশে ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিবারগুলো তাদের সদস্যদের জন্য খাবার নিশ্চিত করতে পারছেন না। তারা বলছেন, তাদের সন্তানদের খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তাদের সন্তানরা দিনপার করছে ক্ষুধার্ত অবস্থায়।

তবে হামাস বলেছে, বন্দী মুক্তি যুদ্ধবিরতি আলোচনার দিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এ ছাড়া মানবিক সাহায্যের প্রবেশ এবং গাজা উপত্যকার পুনর্গঠনের লক্ষ্য পূরণের পথও তৈরি হচ্ছে। তবে গাজা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে এবং এই উপত্যকায় ৫ লাখ মানুষ অনাহারের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এবং দখলদার বাহিনীর সেনা সদস্য এডান আলেকজান্ডারকে গাজার বন্দীদশা থেকে মুক্তি দেয় হামাস। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের তিন দিনের সফরের আগে এই মুক্তি দেয়া হয়।

যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি। এমন সিদ্ধান্ত এবং আলেকজান্ডারের মুক্তির পরেও ইসরায়েলি বাহিনী গাজায় আবার হামলা করে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইসরায়েলকে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানি অভিনয়শিল্পীদের নিয়ে বড় পদক্ষেপ ভারতের

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ