spot_img

যে কারণে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১১টি দেশে ভ্রমণে সতর্কতা দিলো সিঙ্গাপুর

অবশ্যই পরুন

দক্ষিণ এশিয়ায় উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, মিয়ানমারসহ একাধিক দেশের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় (MFA)। দেশটির নাগরিকদের এসব অঞ্চলে অনাবশ্যক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামরিক উত্তেজনা, কূটনৈতিক অস্থিরতা এবং সীমান্ত অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত সিঙ্গাপুরবাসীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয় তাদের ‘eRegister’ সিস্টেমে নিবন্ধনের অনুরোধ জানিয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ সহজ হয়।

এই সতর্কবার্তা দক্ষিণ এশিয়ার দুটি দেশের মধ্যে চলমান উত্তেজনার সরাসরি প্রতিক্রিয়া। সীমান্ত এলাকায় সেনা মোতায়েন ও চলাচল সীমিতকরণের ফলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও অস্থিরতা মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ, তবে গোটা দক্ষিণ এশিয়াজুড়ে নিরাপত্তা শঙ্কা বেড়েছে, যা আন্তর্জাতিক ভ্রমণ ও কূটনীতিতে প্রভাব ফেলছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোও তাদের নিজস্ব ভ্রমণ পরামর্শ হালনাগাদ করেছে। একই সঙ্গে, আন্তর্জাতিক বেশ কিছু এয়ারলাইন্স—including Singapore Airlines—তাদের ফ্লাইট রুট পরিবর্তন করে উত্তেজনাপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলার পদক্ষেপ নিয়েছে।

এছাড়া, সিঙ্গাপুরের স্থানীয় পর্যটন খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে। বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি দক্ষিণ এশিয়ায় ভ্রমণ সংক্রান্ত ট্যুর বাতিল করেছে। যেসব যাত্রী পূর্বনির্ধারিত ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য বিকল্প গন্তব্য বা পূর্ণ ফেরতের সুযোগ রাখা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা বর্তমানে দক্ষিণ এশিয়ায় অবস্থান করছেন, তারা যেন জনসমাবেশ, মিছিল বা কোনো ধরনের বিক্ষোভ থেকে দূরে থাকেন, কারণ এগুলো দ্রুত সহিংস রূপ নিতে পারে। নাগরিকদের জরুরি যোগাযোগ নম্বর সহজপ্রাপ্য স্থানে রাখার পাশাপাশি, MFA ওয়েবসাইট ও স্থানীয় দূতাবাসগুলোর আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সিঙ্গাপুর সরকার জানিয়েছে, তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় পরামর্শ হালনাগাদ করা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে।

দক্ষিণ এশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে সিঙ্গাপুরের নাগরিকদের সচেতন, সতর্ক এবং প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: ট্রাভেল এন্ড ট্যুর ওয়ার্ল্ড

সর্বশেষ সংবাদ

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ