spot_img

বজ্রপাতের সতর্কতা জারি

অবশ্যই পরুন

প্রচণ্ড তাপদাহে পুড়ছে দেশের বেশিরভাগ জেলা। সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। তবে গতকাল বেশ কয়েকটি জেলায় বৃষ্টিতে কিছুটা গরমের অনূভুকি কমেছে। এমন অবস্থায় বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী ১-৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে এই দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বলে।

সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

এ ছাড়া সতর্কবার্তায় বজ্রপাতের বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়েছে। এগুলো হলো—

* বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

* জানালা ও দরজা বন্ধ রাখুন।

* সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

* নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

* গাছের নিচে আশ্রয় নেবেন না।

* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না। কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।

* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

* বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

* শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

সর্বশেষ সংবাদ

সেভেন সিস্টার্সসহ নেপাল-ভুটানের সঙ্গে যৌথ উন্নয়ন কৌশলের আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের (সেভেন সিস্টার্স) মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ