spot_img

সত্যি হলো মরিনহোর সাত মাস আগের ভবিষ্যদ্বাণী

অবশ্যই পরুন

ইউরোপা লিগের এবারের আসরে ফাইনালে উঠবে টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড- প্রায় সাত মাস আগেই এই ভবিষ্যদ্বাণী করেছিলেন ফেনারবাচ কোচ জোসে মরিনহো। গত বৃস্পতিবার পর্তুগিজ এই কোচের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে, ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই দুই ক্লাব।

গত বছরের অক্টোবরে ইউরোপা লিগের গ্রুপপর্বে ম্যানচেস্টার ইউনাইটের মুখোমুখি হয়েছিলো মরিনহোর ফেনারবাচ। সেই ম্যাচের আগেই তিনি ভবিষ্যদ্বাণীটি করেছিলেন। পতুগিজ কোচ বলেন, ‘ইউরোপা লিগের ফাইনালে কে উঠবে? আমার কাছে ব্যাপারটা সহজ। টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড।’

মরিনহো টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলকেই কোচিং করিয়েছেন। ২০১৬ সাল থেকে দুই বছর ইউনাইটেডকে ও ২০১৯ সাল থেকে দুই বছর টটেনহ্যামকে কোচিং করান তিনি। ম্যানচেস্টারের সঙ্গে তিনি ইউরোপা লিগ জিতেছেনও। সাবেক দুই ক্লাবকে নিয়ে তার ভবিষ্যদ্বাণীটি মিলে যাওয়া যে কাকতালীয়, তা বলার অপেক্ষা রাখে না।

মরিনহোর ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করতে সেমিফাইনালে ইউনাইটেড বিলবাওকে দুই লেগ মিলিয়ে হারায় ৭-১ গোলের বিশাল ব্যবধানে, প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয়টি জিতেছিলো ৪-১ ব্যবধানে। অন্যদিকে টটেনহ্যাম বোদো/গ্লিমটকে প্রথম লেগে ৩-১ গোলে হারানোর পর  দ্বিতীয় লেগে হারায় ২-০ গোলে। যার ফাইনাল আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আ.লীগ: প্রেস সচিব

বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ