spot_img

‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন পরিচালক

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে একটি সিনেমার ঘোষণা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন পরিচালক উত্তম মহেশ্বরী। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এই সিনেমার একটি পোস্টার প্রকাশ পাওয়ার পরই অনেক নেটিজেন অভিযোগ তোলেন—এই সংবেদনশীল মুহূর্তকে কাজে লাগিয়ে তারা জনমত ও আর্থিক লাভের উদ্দেশ্যে সিনেমার প্রচার করছেন।

সমালোচনার প্রেক্ষিতে প্রেক্ষিতে ক্ষমা চান মহেশ্বরী। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় পরিচালক জানান, এই উদ্যোগের পেছনে বাণিজ্যিক লাভ বা খ্যাতি অর্জনের কোনো উদ্দেশ্য নেই। দেশপ্রেম থেকেই অনুপ্রাণিত হয়ে সিনেমার ভাবনা এসেছে। কারও অনুভূতিতে আঘাত দেয়ার ইচ্ছা ছিল না। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

সিনেমাটির পোস্টারে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর পোশাকে এক নারী কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, যার ওপরে লেখা—‘ভারত মাতা কি জয়’। এই পোস্টারকে ঘিরেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশের মন্তব্য, দেশের সেনারা যখন প্রাণপণে যুদ্ধ করছে, তখন কেউ কেউ সেটিকে ব্যবসায়িক সুযোগে পরিণত করছেন।

পরিচালক আরও জানান, এই সিনেমা দেশের সেনাবাহিনীর আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেম তুলে ধরবে—এই উদ্দেশ্যেই কাজটি হাতে নেওয়া হয়েছে। সংবেদনশীল সময়ে ভুল বার্তা না যাক, সেটি মাথায় রেখেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ