spot_img

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অবশ্যই পরুন

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের অরুণাচলে ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অধিনায়ক নাজমুল হুদার বাড়ানো বলে দারুণ দক্ষতায় বল জালে জড়ান মুর্শেদ আলী। এরপর মুর্শেদ আলীর অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন সুমন সরেন। ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভুটান কিছু আক্রমণ করলেও সফল হয়নি।

উল্টো ম্যাচের শেষ দিকে নাজমুল হুদার গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপের শেষ ম্যাচে ভুটান-মালদ্বীপ লড়াই ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। আর মালদ্বীপ জয় পেলে পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে নির্ধারণ হবে গ্রুপ সেরা দল।

সর্বশেষ সংবাদ

দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আ.লীগ: প্রেস সচিব

বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ