স্প্যানিশ লা লিগায় শিরোপা ভাগ্য নির্ধারণী এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও বিশ্ব ক্লাব ফুটবলের জনপ্রিয় দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রোববার (১১ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে বার্সার অলিম্পিক স্টেডিয়ামে রিয়ালকে অতিথ্য দেবে কাতালানরা। চলতি মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খালি হাতে ফিরেছে দু’দলই। অবশ্য, চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধার করতে না পারলেও কোপা দের রে’র ফাইনালে রিয়ালকে হারিয়ে শিরোপা জেতে বার্সা। এবার লিগ শিরোপার ফয়সালার পালা।
লিগে বার্সেলোনার থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে আনচেলত্তির দল। তাই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলে লিগ জয়ের আশা যে আর থাকবে না, সেটি বলাই যায়। তবে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকো মানেই যেন রিয়ালের হার। এই মৌসুমে তিনবার বার্সার কাছে হারলেও সার্বিক পরিসংখ্যানের পাল্লাটা ভারি রিয়ালের দিকেই।
কাতালানদের মাঠে শেষ পাঁচ ক্লাসিকোতে চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ। দশটা অ্যাওয়ে ক্লাসিকোতে পাঁচটা জয়ের বিপরীতে তিনটা ড্র রিয়ালের। মৌসুমের শেষ শিরোপা জিতে সেই খরা কাটাতে চায় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, শেষের পথে রিয়াল-আনচেলত্তির সম্পর্ক। তাইতো বার্সাকে হারিয়ে শেষটা শিরোপা জয়ের আনন্দেই রাঙ্গাতে চাইবে রিয়াল বস।
এদিকে, ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনা। শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই ঘরের মাঠে নামবে কাতালানরা। তবে সেই আত্মবিশাসে একটু ভাটা পড়তে পারে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়া। কারণ ইন্টারের কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। এই হারের শোক কাটিয়ে উঠার খুব একটা সময় পায়নি কাতালানরা। মানসিক ধাক্কা সামলে রিয়ালের বিপক্ষে ম্যাচটা বার্সার জন্য বড় চ্যালেঞ্জ।
এদিকে, এল ক্লাসিকোর আগে চিন্তার ভাজ পড়েছে ফ্লিকের কপালে। হাইভোল্টেজ এই ম্যাচে দল থেকে ছিটকে গিয়েছেন লেভানদোভস্কি ও জুলস কুন্দে। চলতি মৌসুমে রক্ষণভাগের সঙ্গে আক্রমণভাগেও দুর্দান্ত ছিলেন কুন্দে। কোপা দেল রে ফাইনালে রিয়ালকে কাদিয়েছিল এই ফরাসি ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে দৃষ্টিনন্দন জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। সেই গোলেই অল হোয়াইটদের ৩-২ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে হান্সি ফ্লিকের ছেলেরা।
উল্লেখ্য, আজকের ক্লাসিকো হারলেও অবশ্য রিয়ালের থেকে ১ পয়েন্ট এগিয়ে থাকবে লা লিগার টেবিল টপাররা। পরের ম্যাচগুলো অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে হওয়ায় কোন অঘটন না ঘটলে শিরোপা জয়ে কোন বাধা থাকবে না কাতালানদের জন্য।