spot_img

যুদ্ধবিরতির সমঝোতা কয়েক ঘণ্টায় বারবার লঙ্ঘন হয়েছে: ভারত

অবশ্যই পরুন

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে আজ সন্ধ্যায় যে সমঝোতায় পৌঁছানো হয়েছিল, গত কয়েক ঘণ্টায় তা বারবার লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

শনিবার (১০ মে) রাত ১১টার কিছু আগে (ভারতীয় সময়) এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এটি আজকের সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও জানান, ভারতের সশস্ত্র বাহিনী এর ‘উপযুক্ত জবাব দিচ্ছে।’

বিবৃতির শেষে বিক্রম মিশ্রি ‘পাকিস্তানকে আহ্বান জানান এসব লঙ্ঘনের বিষয়টি সমাধান করতে।’

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ