spot_img

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে স্কালোনি যা বললেন

অবশ্যই পরুন

ফুটবলীয় শত্রুতা তাদের সুবিদিত। সেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছেড়ে লিওনেল স্কালোনি ব্রাজিলের দায়িত্ব নেবেন, এমনটা হয়তো ঘোর স্বপ্নেও কল্পনা করতে পারেন না কেউ। তবে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পাওয়া নিয়ে যখন দোলাচল চলছে, ঠিক তখনই এমন এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়েছিল। গুঞ্জনটি তুলেছিলেন ব্রাজিলের এক সাংবাদিক। তিনি দাবি করেছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) উচিত স্কালোনিকে পেতে প্রস্তাব দেয়া। তার বর্তমান পারিশ্রমিক যাই হোক না কেন, সিবিএফ যেন তাকে এর চেয়ে পাঁচ গুণ বেশি অর্থের প্রস্তাব দেয়।

সাংবাদিক ফ্লাভিও প্রাডো তার মন্তব্যের ব্যাখ্যায় বলেন, ‘সিবিএফ স্কালোনিকে পেতে প্রস্তাব দেওয়া উচিত। এরপর তিনি (স্কালোনি) বাড়ি গিয়ে স্ত্রীকে ব্রাজিলের প্রস্তাবের কথা জানাবেন, যা শুনে তারা স্তম্ভিত হয়ে যাবে। স্কালোনি যদি সেই প্রস্তাব গ্রহণ করেন তাহলে সিবিএফের জন্য ভালো। নইলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অন্তত একটা ধাক্কা খাবে এবং তার স্যালারিও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করবে।’ তার এই মন্তব্য অনেকটা কৌতুক হিসেবে বিবেচিত হলেও, স্থানীয় কিছু সংবাদমাধ্যম সেটি গুরুত্ব দিয়ে প্রতিবেদন করেছিল।

দেরিতে হলেও এই গুঞ্জনের কথা কানে পৌঁছেছিল বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির। আরেক স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের কাছ থেকে সেই গুঞ্জন শোনার পর আর্জেন্টাইন কোচের প্রতিক্রিয়া ছিল এমন— ‘এমন কিছু আমি জানতাম না, কেউ আমাকে বলেওনি। মাত্রই আপনার মুখে শুনলাম। আমার মনে হয় না (এরকম কিছু ঘটবে)। আমার অনুভূতি বলে কার্লোকে (আনচেলত্তি) আসতে দাও, যদি তিনি চান, তবে আমি নই (যাব না)।’

একইসঙ্গে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, আসন্ন ২০২৬ বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনাকেই কোচিং করাবেন। তার অধীনে লিওনেল মেসি-ডি মারিয়ারা ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন। এছাড়া, স্কালোনির অধীনে আর্জেন্টিনা চলমান বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠে গিয়ে এবং নিজেদের মাঠে, উভয় ম্যাচেই পরাজিত করেছে। গত ২৬ মার্চ ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের।

এদিকে, ব্রাজিল আসলে কার্লো আনচেলত্তিকেই কোচ হিসেবে চায় বলে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়েছে। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের ভাষ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষই লা লিগা শেষে মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রোববার (১১ মে) বার্সেলোনার বিপক্ষে রিয়ালের এল ক্লাসিকোর পরপরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে আনচেলত্তি এবং সিবিএফের মধ্যে মৌখিক সম্মতিও হয়েছে বলে জানা গেছে। যদিও এর আগে একবার তাদের মৌখিক চুক্তির পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বেঁকে বসেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন যে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন না করে আনচেলত্তি কোথাও যেতে পারবেন না।

এ ছাড়া সম্প্রতি সংবাদমাধ্যম ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছিল, আনচেলত্তিকে কোচ করে আনার জন্য সিবিএফ সময়সীমা বাড়িয়ে নতুন একটি ডেডলাইন ঠিক করেছে। তারা চায় আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই তাদের বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে। আর তার আগেভাগেই ব্রাজিলসহ বাকি দলগুলোকে স্কোয়াড ঘোষণা করতে হবে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ