আসন্ন বর্ষায় মশার উপদ্রপ কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, মশক নিধনে শুধু সিটি করপোরেশন নয়, প্রয়োজন নগরবাসীর সহযোগীতা।
শনিবার (১০ মে) সকালে রাজধানীর লালবাগ কেল্লা এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিছন্নতাকর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের সময় এ কথা জানান তিনি। সচিব বলেন, ডেংগুর মৌসুমে যাতে প্রকোপ না বাড়ে সে কারণেই এ ধরণের বিশেষ অভিযান।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জানান, জুন থেকে ২৩ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলবে।