spot_img

মেকআপ একেবারেই পছন্দ করেন না আলোচিত এই দক্ষিণি অভিনেত্রী

অবশ্যই পরুন

খুব সাদামাটা থাকতে ভালোবাসেন আলোচিত এই দক্ষিণি অভিনেত্রী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে ভক্তদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। আজ ৯ মে তার জন্মদিন। ফিল্মফেয়ার, হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা–অজানা কিছু তথ্য-

ll

এই অভিনেত্রী আর কেউ নন, সাই পল্লবী। ১৯৯২ সালের ৯ মে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে জন্ম তার।

তামিল, তেলেগু, মালয়ালমসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

kkk

প্রেমাম’ দিয়ে দক্ষিণের তরুণদের হৃদয় জয় করে নেন সাই পল্লবী। ধীরে ধীরে পুরো ভারতে ছড়িয়ে পড়ছে পল্লবীর জনপ্রিয়তা।

এরপর একে একে তিনি করেন ‘কালি’, ‘ফিদা’, ‘দিয়া’, ‘মারী ২’, ‘লাভ স্টোরি’, ‘শ্যাম সিংহ রায়’, ‘গার্গি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সমালোচকদের প্রশংসা পান।

এখন অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেলেও সাই পল্লবী পড়াশোনা করেছেন চিকিৎসাশাস্ত্রে। ২০১৬ সালে তিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করেন।

kkk

সাই পল্লবী দুর্দান্ত নাচের জন্য পরিচিত। দক্ষিণের বেশ কয়েকটি নাচের রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে।

সাই পল্লবী এমন একজন অভিনেত্রী, যিনি রুপালি পর্দায় অভিনয়ের সময় প্রসাধন নেন না। প্রসাধন করতে মোটেও পছন্দ করেন না। তিনি বাস্তবে যেমন, পর্দায়ও তেমনভাবেই হাজির হতে চান। কিছুদিন আগে তিনি আলোচনায় আসেন বড় অঙ্কের বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে। বিজ্ঞাপনচিত্রটি ছিল একটি রং ফরসাকারী ক্রিমের।

সাই পল্লবী এমন একজন অভিনেত্রী, যিনি রুপালি পর্দায় অভিনয়ের সময় প্রসাধন নেন না। প্রসাধন করতে মোটেও পছন্দ করেন না। তিনি বাস্তবে যেমন, পর্দায়ও তেমনভাবেই হাজির হতে চান। কিছুদিন আগে তিনি আলোচনায় আসেন বড় অঙ্কের বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে। বিজ্ঞাপনচিত্রটি ছিল একটি রং ফরসাকারী ক্রিমের।

qq

অভিনেত্রী এখন ব্যস্ত নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে। তাঁকে ছবিতে ‘সীতা’র ভূমিকায় দেখা যাবে।

এ ছবিটি দিয়েই রণবীর কাপুরের বিপরীতে বলিউডে পা রাখছেন তিনি। বলিউড নিয়ে সাই বলেন, ‘বলিউডে অভিষেকের জন্য আমি প্রস্তুত। আমার কাছে চিত্রনাট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে আমি চিত্রনাট্য পড়ি। আর চিত্রনাট্যটা সন্তুষ্ট করলে তবেই আমি ছবিটি করতে রাজি হই।’

কোন ঘরানার হিন্দি ছবিতে অভিনয় করতে চান, এ প্রসঙ্গে এই দক্ষিণি নায়িকা বলেছিলেন, ‘কোনো মজার চিত্রনাট্য। নির্ভেজাল হাসির ছবিতে কাজ করতে চাই।’

সর্বশেষ সংবাদ

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন হালান্ড

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডে। সবকিছু ঠিক থাকলে আজ সাউদাম্পটন ম্যাচে মাঠে নামবেন এই নরওয়েজিয়ান। অ্যাঙ্কেলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ