spot_img

ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশের ক্রিকেট বোর্ড

অবশ্যই পরুন

ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে আইপিএল স্থগিত হওয়ার পর টুর্নামেন্টটিতে অংশ নেওয়া নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। খেলোয়াড়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

ধারামশালায় বৃহস্পতিবার (৮ মে) রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের ইনিংসের মাঝপথে হঠাৎ ফ্লাডলাইট নিভে যাওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি স্থগিত করে দেয় আইপিএলের আয়োজকরা। পরদিন এক সপ্তাহের জন্য টুর্নামেন্টের বাকি অংশ স্থগিত করার কথা জানানো হয়।

ধারামশালা থেকে বিশেষ ট্রেনে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে বিদেশি ক্রিকেটাররা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) প্রধান নির্বাহী অ্যান্ড্রু ব্রিটজ বিবৃতিতে বলেছেন, খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষা সবকিছুর ঊর্ধ্বে।

তিনি জানান, “আমরা আইপিএলে থাকা সকল দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং তাদেরকে নিরাপত্তা বিষয়ক সবকিছু জানচ্ছি। আমরা তাদের প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করছি।”

এক বিবৃতিতে শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) একই কথা বলেছে। সংস্থাটি জানান্য- “অস্ট্রেলিয়ান সরকার, পিসিবি, বিসিসিআই ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত পরামর্শ ও খবর নেওয়া এবং বর্তমানে ওই অঞ্চলে আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখাসহ পাকিস্তান ও ভারতের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

এর আগে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও (সিডব্লিউআই) এক বিজ্ঞপ্তিতে বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করার জন্য তারা বিসিসিআই ও পিসিবি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটাররা যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ দেশে ফিরে যেতে চান। এজন্য বিমানের ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছেন তারা। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দর শনিবার (১৭ মে) পর্যন্ত বন্ধ রেখেছে ভারত।

দুই প্রতিবেশী দেশের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই মাঠে বৃহস্পতিবার পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ স্থগিত করা হয়। পরে রাতে আসরের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশ থেকে পিএসএলে খেলতে যাওয়া নাহিদ রানা ও রিশাদ হোসেনসহ টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটারকে শুক্রবার রাতের মধ্যে পাকিস্তান থেকে আরব আমিরাতে নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

এশিয়ায় সংঘাত বাঁধিয়ে ফায়দা তুলতে চায় পশ্চিমারা, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাকিস্তান সংঘাতের মাঝেই এবার বিস্ফোরক এক দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ। তিনি অভিযোগ করেন, ভারত ও চীনকে একে...

এই বিভাগের অন্যান্য সংবাদ