spot_img

আবারও উত্তপ্ত জম্মু-কাশ্মীর, রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা যা জানালেন

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে আবারও থমথমে হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সর্বশেষ অবস্থা জানানো হয়েছে।

এই প্রতিবেদনে বলা হচ্ছে, রয়টার্সের পক্ষ থেকে দুই প্রত্যক্ষদর্শী ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অবস্থা পর্যবেক্ষণ করে সর্বশেষ জানিয়েছে। তাদের বরাতে জানানো হয়েছে, সেখানে পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। এর মধ্যে দফায় দফায় হামলার শব্দ পাওয়া যাচ্ছে। আকাশে বেশকিছু আলোর ঝলকানিও দেখা যাচ্ছে।

এর আগে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, ভারতজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ক্ষমতা পায় রাজ্য। জনগণকে রক্ষা করা, সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য এ ক্ষমতা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে প্রথম মুসলিম নারী

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী ব্রিটেনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ