spot_img

চড়া সবজির বাজার, বেড়েছে ডিম-মুরগির দাম

অবশ্যই পরুন

বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। তবুও চালের দাম খুব একটা কমেনি। এদিকে গত রমজানের পর থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এ অবস্থায় বাড়তি চাপ তৈরি হয়েছে সস্তার ডিম-মুরগিতে। বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।

দুই সপ্তাহ ধরে চড়া রাজধানীর সবজির বাজার। বাজারে এখন বেশির ভাগ সবজির দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর বেশ কিছু সবজির দাম ছুয়েছে ১০০ টাকার ঘরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে পাশাপাশি প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিমের দামও বেড়েছে। মাছের বাজার রয়েছে আগের সপ্তাহের মতোই। এদিকে কমেছে ইলিশের দাম।

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সবজির বাজার চড়া। বেশির ভাগ সবজির দরই ৮০ থেকে ১০০ টাকার ঘরে। বিশেষ করে বেড়েছে পেঁপে এবং ভালোমানের বেগুনের দাম, বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজিতে।

এছাড়া করলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা,পটল, লতি, ঢ্যাঁড়স, ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও বিক্রেতাদের দাবী গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম কম। অপরদিকে ক্রেতা বলছেন ভিন্ন কথা।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম বেড়েছে ৫-১০ টাকা পর্যন্ত। আর ব্রয়লার মুরগির কেজিতে দাম বেড়েছে ১০-১৫ টাকা। দাম বৃদ্ধির ফলে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম ১৩০ থেকে বেড়ে ১৩৫-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১৬৫-১৭০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম এখন ১৮০ টাকা। বাজারভেদে এ মুরগি ১৮৫ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

অবশ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য বলছে, গত বছর এ সময়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম উঠেছিল ২১০ টাকায়।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানেই ডিম ও মুরগির দাম বেড়েছে। চড়া সবজির দামের কারণে বাড়তি চাহিদা তৈরি হয়েছে ডিমের। যে কারণে দাম বাড়তে শুরু করেছে।

ভোক্তারা বলছেন, সস্তা প্রোটিনের উৎস হিসেবে পরিচিত ডিম ও মুরগির দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের ওপর এর চাপ তৈরি হয়। তার ওপর যখন বাজারে সবজি, চাল সবকিছুই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

বাজারের এ পরিস্থিতিতে সারা দেশের ধানকাটা শুরু হলেও কমেনি চালের দাম। টিসিবির তথ্য বলছে, ভালোমানের চিকন চাল এখনো ৭২ থেকে ৮৬ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। মাঝারিমানের চিকন ও মোটা চালের দাম উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে।

সর্বশেষ সংবাদ

২০৪৫ সালের মধ্যে সম্পদের ৯৯% দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে দান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ