spot_img

পেহেলগাম ইস্যুর তদন্তে পাকিস্তানের প্রস্তাবকেই যথার্থ মনে করেন এরদোগান

অবশ্যই পরুন

পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে তুরস্ক। মূলত ইসলামাবাদের পক্ষ থেকে প্রথম আসা এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করে আঙ্কারা— এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, আমরা উদ্বিগ্ন, কারণ এই সংঘাতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আমার কথা হয়েছে। জম্মু ও কাশ্মিরে জঘন্য সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের প্রস্তাবকে আমরা মূল্যবান বলে মনে করি।

‘আগুনে পেট্রোল ঢালারও কিছু লোক আছে। যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগে সংলাপের পথ খোলার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে’— এমন বার্তা-ও দেন এরদোগান।

সর্বশেষ সংবাদ

২০৪৫ সালের মধ্যে সম্পদের ৯৯% দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে দান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ