spot_img

পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদকে নিয়ে বিসিবির বিবৃতি

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আঁচ লেগেছে ক্রীড়াজগতেও। পাকিস্তান সুপার লিগে চলতি আসরের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অতর্কিত ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এই টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের নিরাপত্তা ও সুরক্ষায় লিগ কর্তৃপক্ষের সঙ্গে সর্বাক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

এতে বলা হয়, বর্তমানে পাকিস্তানে থাকা জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। দেশটির ক্রিকেট বোর্ডের পাশাপাশি ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনেও যোগাযোগ অব্যাহত রেখেছে বোর্ড। খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বিসিবি।

বিবৃতিতে আরও বলা হয়, বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে, যাতে খেলোয়াড়দের সময়মতো এবং নিরাপদে পাকিস্তান থেকে বিদায় নেয়ার জন্য সকল ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা এখন রূপ নিয়েছে সংঘাতে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। এ যেন রীতিমতো যুদ্ধাবস্থার দ্বারপ্রান্তে দু’দেশ। যার ফলে পিএসএলের পাশাপাশি ম্যাচের সূচি ও ভেন্যুতে বদল এনেছে আইপিএল-ও।

সর্বশেষ সংবাদ

এবার অধিবেশন ভিন্ন হবে, কারণ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিভিন্ন দেশের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ