spot_img

মধ্যপ্রাচ্য সফরে পারস্য উপসাগরের নাম পরিবর্তনের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি মধ্যপ্রাচ্য সফরকালে ‘পারস্য উপসাগর’ নামকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে তিনি এই বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

বিভিন্ন মার্কিন মিডিয়ার খবর অনুযায়ী, ট্রাম্প তার আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ‘পারস্য উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আরব উপসাগর’ বা ‘গালফ অফ আরবিয়া’ নামে অভিহিত করার ঘোষণা দিতে পারেন।

স্থানীয় সময় বুধবার (৮ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, এই সফরে আমাকে এই জলাধারের নামকরণ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি একটি সিদ্ধান্ত নেব।’

তিনি যোগ করেন, ‘কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না। তবে এ নিয়ে কারো মনে আঘাত লাগবে কিনা, তা আমি জানি না।’

এই জলাধারের নাম নিয়ে দীর্ঘদিন ধরে আরব দেশগুলো ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। পারস্য উপসাগর নামটি ঐতিহাসিকভাবে ইরান সমর্থিত। অন্যদিকে, কিছু আরব দেশ এটিকে ‘আরব উপসাগর’ নামে ডাকতে পছন্দ করে। তবে, ট্রাম্পের এই সম্ভাব্য সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ