spot_img

সতর্ক অবস্থানে ভারত, সীমান্তবর্তী বিমানবন্দর বন্ধের সঙ্গে বাতিল দুই শতাধিক ফ্লাইট

অবশ্যই পরুন

অপারেশন সিন্দুরের পর সতর্ক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানের তরফ থেকে আগাম প্রত্যাঘ্যাতের আশঙ্কায় দেশবাসীকে বাড়তি নিরাপত্তা দিতে উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কিছু বিমানবন্দর আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা ও জামনগরসহ ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে সর্বোচ্চ ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বাতিল হয়েছে দেশটির বেসরকারী বিমান পরিষেবা প্রতিষ্ঠান ইন্ডিগো’র ফ্লাইট। সংস্থাটির মুখপাত্র বলেছেন, সরকারের নির্দেশে আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ জন্য, আগামী ১০ মে পর্যন্ত ১৬৫টি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরেক বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া-ও জম্মু, শ্রীনগর, লেহ এবং অমৃতসরে আগামী ১০ মে পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। একই অবস্থা স্পাইসজেট এবং আকাসা এয়ারসহ অন্যান্য সংস্থাগুলোর ক্ষেত্রেও।

ফ্লাইট বাতিল হলেও যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেয়া হতে পারে। এছাড়া, ফ্লাইটের সময় পুনর্নির্ধারণের সম্ভাবনার কথা-ও জানানো হয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে। কেবলমাত্র কাতার এয়ারওয়েজের ২৫টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট নতুন রুট ব্যবহার করেছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইনস, ডাচ বিমান সংস্থা কেএলএম ও সিঙ্গাপুর এয়ারলাইনস-ও।

সর্বশেষ সংবাদ

আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল...

এই বিভাগের অন্যান্য সংবাদ