spot_img

খুন-গুমহীন দেশ গড়তেই এই সংস্কার: ড. আলী রীয়াজ

অবশ্যই পরুন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কার দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। গুম-খুনহীন একটি দেশ গড়তেই এই সংস্কার।

বুধাবার (৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এক জায়গায় পৌঁছানো যাবে বলে ঐকমত্য কমিশন বিশ্বাস করে। এটি শুধু রাজনৈতিক দলগুলোর সাথে নয়, পুরো জাতির ঐকমত্য। অভ্যুত্থানে হতাহতদের আকাঙ্খা এই সংস্কারের মধ্য দিয়ে পূরণ হবে। এ সময় আগামী ১৫ মে’র মধ্যেই দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বেশিরভাগ বিষয়েই ঐকমত্য কমিশনের সাথে আমরা একমত। প্রয়োজনীয় সংস্কার শেষ না করে ভোট হওয়ার সুযোগ নেই। তবে দেশে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হতে হবে। এ সময় বিচারালয়ে শরিয়া আদালত গঠনের প্রস্তাবও দেয় দলটি।

সর্বশেষ সংবাদ

আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল...

এই বিভাগের অন্যান্য সংবাদ