কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বার্তাসংস্থা এএফপিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও।
পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে তাই চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক খোঁজ রাখার নির্দেশ দেয়া হয়েছে পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনকে।
দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে– নাহিদ রানা ও রিশাদ দুজনই ভালো আছেন, নিরাপদে আছেন। আগামী শুক্রবার (৯ মে) নাহিদ রানার দল পেশোয়ার জালমির বিপক্ষে রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচ খেলতে আজ বুধবার (৭ মে) রিশাদ যাবেন পেশোয়ারে। নাহিদ রানা সেখানেই আছেন।
বিসিবি আরও জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এই দুই ক্রিকেটারের সার্বক্ষণিক খোঁজ রাখতে বলা হয়েছে পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনকে। তারাও নাহিদ রানা ও রিশাদের নিরাপত্তার বিষয়ে সার্বক্ষণিক নজরে রাখছেন। এছাড়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি।
পিএসএল খেলতে এ বছর তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বিসিবি। এর মধ্যে লিটন দাস পাকিস্তানে গেলেও টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে দেশে ফিরে আসেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির হয়ে খেলতে নাহিদ রানা এখনও আছেন পাকিস্তানে। দুজনের দলেরই বাকি আছে একাধিক ম্যাচ।