মধ্যরাতে পাকিস্তানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দেশ দুটির মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন তিনি।
আজ বুধবার (৭ মে) এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধান চায়।
তিনি বলেন, ‘আমি (ট্রাম্পের) আজকের বক্তব্যের সঙ্গে একমত যে এই সংকট দ্রুত শেষ হওয়া উচিত এবং শান্তিপূর্ণ সমাধানে ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত থাকবে।’
এর আগে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, পাকিস্তানে হামলার পরপরই মার্কো রুবিওকে বিষয়টি নিয়ে অবহিত করেছে ভারত।
এর আগে, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ওভাল অফিসে প্রবেশ করার সময়ই আমরা এই খবর পেয়েছি। আমি শুধু আশা করি, বিষয়টি খুব দ্রুতই শেষ হবে।’