spot_img

উচ্ছ্বসিত ভারতীয় তারকারা, ধন্যবাদ জানালেন মোদিকে

অবশ্যই পরুন

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। বাংলায় অপারেশন সিঁদুর (Operation Sindoor)। ভারতের হামলায় পাকিস্তানে কমপক্ষে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে। ভারতের ‘অপারেশন সিঁদুরে’ (ক্ষেপণাস্ত্র হামলা) সহমত প্রকাশ করেছেন ভারতীয় বহু তারকা। বলিউড তারকা রীতেশ দেশমুখ, অক্ষয় কুমার, নিমরত কৌরসহ অনেক তারকা সামাজিক মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে হামলার সমর্থন করেছেন।

বুধবার সাতসকালে জয় মহাকাল স্লোগানে অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অক্ষয় কুমার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’। অপারেশন সিঁদুরের খবরে রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয় জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দি কী সেনা… ভারত মাতা কী জয়।’

পরিচালক মধুর ভান্ডারকর বর্তমানে সেভাবে বলিউডি লাইমলাইটে না থাকলেও দেশের যে কোনও জ্বলন্ত ইস্যুতে প্রতিক্রিয়া দেন। মধুরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’ অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। তার মুখেও ‘জয় হিন্দ’ ধ্বনি।

অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘এক দেশ, এক মিশন।’ দেশের সেনাবাহিনীর সঙ্গে আমরা রয়েছি।

মোদি সরকারের ‘যোগ্য জবাবে’ খুশি অভিনেতা বিক্রান্ত মাসেও।

প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষণার পরই কতিপয় শব্দে অনুপম খের, চিরঞ্জিবীরা ভারত মাতার জয়গান গাইলেন। ভারতীয় সেনাবাহিনিকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করজোড়ে কুর্নিশ জানালেন পরেশ রাওয়াল।

সর্বশেষ সংবাদ

বড় সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ

এবার আরও একটি সুখবর পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরআগে ফাইফার ও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সিরিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ