খুলনার বটিয়াঘাটা উপজেলায় সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ তিনজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাতে সেনাবাহিনী পরিচালিত এক যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের সাথে থাকা ১টি বিদেশি নাইন এম এম রিভলভার, ৪ রাউন্ড বুলেট, ১টি দেশীয় অস্ত্র, ১৭টি বিদেশি মদের বোতল, ২ কেজি গান পাউডার, ১২টি মোবাইল সেট, বেশ কয়েমটি সিম কার্ডসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।
কালা তুহিন গোপালগঞ্জের কোটালীপাড়ার বড় দক্ষিণপাড় গ্রামের মৃত আ. সাত্তার বিশ্বাসের ছেলে (বর্তমানে খুলনা নগরীর শেখপাড়ার গোলআলা মুন্সীর বাগান বাড়িতে বসবাস), হাবিব সোনাডাঙ্গা এলাকার হালিম শেখের ছেলে এবং সুজনের বাড়ি বাগেরহাট সদরের আফরা কাজী বাড়িতে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চক্রাখালী এলাকায় ফারুকের হাসের খামারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় তাওহিদুল ইসলাম তুহিন ওরফে কালা তুহিন (৩৫), হাবিব শেখ (৩২) ও কে এম মিজানুর রহমান ওরফে সুজন (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামিসহ উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কালা তুহিন দীর্ঘ দিন ধরে গ্রেনেড বাবুর সঙ্গে নানা অপকর্ম করে আসছে। সেইসাথে তার নামে বিভিন্ন থানায় ২২টি মামলা আছে বলেও জানান ওসি খায়রুল বাশার।