spot_img

আমিরকে নিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উইন্ডিজ দল

অবশ্যই পরুন

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ ওয়ানডের এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ।

গত ডিসেম্বরে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে ৭৯ বলে সেঞ্চুরি করে সাড়া ফেলে দেয়া আমির জাঙ্গু দলে জায়গা পেয়েছেন। এছাড়া, ১৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ফিরেছেন এই স্কোয়াডে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে চোটের কারণে ছিটকে পড়া শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড এই সিরিজে দলে ফিরেছেন। তবে আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় শিমরন হেটমেয়ারকে পাচ্ছে না ক্যারিবীয়রা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর পরিবর্তন এসেছে ক্যারিবিয়ানদের কোচিং স্টাফে। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে এই সিরিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্যারিবীয় পেসার রবি রামপাল। এছাড়াও, আয়ারল্যান্ড সফরের অংশটুকুতে কোচিং স্টাফে থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সফর শুরু হবে চলতি মাস থেকেই। ২১ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২৯ মে। ওয়ানডের পর ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ক্যারিবীয়রা।

সর্বশেষ সংবাদ

তরুণদের আরও বেশি রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনীতিতে যোগ না দিলে তরুণরা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। তাই নিজেদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ