spot_img

বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আল্লাহর রহমতেই ফিরেছেন বেগম খালেদা জিয়া। জার্নির কারণে শারীরিকভাবে একটু অবসন্ন হলেও মানসিকভাবে শক্ত আছেন খালেদা জিয়া।

মঙ্গলবার (৬ মে) ফিরোজার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, কাতার সরকারকে ধন্যবাদ। পালিয়ে যাওয়া স্বৈরাচার চিকিৎসার সুযোগ না দিলেও আন্তর্জাতিকভাবে নিজের যোগ্যতার কারণেই খালেদা জিয়াকে চিকিৎসা সহায়তা দিয়েছে কাতার সরকার। বিএনপির প্রতি কাতার সরকার সহমর্মিতা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা দিয়েছেন অনেকটা সুস্থ আছেন। সেইসাথে মানসিকভাবে স্ট্যাবল আছেন খালেদা জিয়া।

ডা. জাহিদ বলেন, জোবাইদা রহমান আজ এসেছেন। জাইমা রহমান রাজনৈতিক প্রোগ্রাম করছেন। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার নেতৃত্ব পরিবেশ তৈরি হলেই তারেক রহমান আসবেন। জোবাইদা রহমান এতদিন আসেননি কারণ তাদের আসতে দেয়া হয়নি। অতি সহসাই তারেক রহমান দেশে ফিরবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত সংগ্রামে নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে কোনো গ্যাপ নেই। বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করে কোনো লাভ নেই তা প্রমাণিত।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি এই ফোরাম থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ