spot_img

মেট গালায় বেবিবাম্প নিয়ে চমকে দিলেন কিয়ারা

অবশ্যই পরুন

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল এবারের মেট গালা ফ্যাশন ইভেন্ট। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে। মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানিও।

মেট গালায় বেবিবাম্প নিয়ে তার উপস্থিতি সাড়া ফেলেছে অন্তর্জালে। কয়েকদিন আগেই অন্তঃসত্ত্বার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর আর তেমন দেখা যায়নি। এবার আন্তর্জাতিক ফ্যাশন শোর মঞ্চেই বেবিবাম্প দেখা গেল অভিনেত্রীকে।

এবারের আসরের থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন কিয়ারা। মেট গালা কার্পেটে অভিনেত্রী পরেছিলেন কালো রঙের বডি হাগিং পোশাক। প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট তার চোখে-মুখে।

সর্বশেষ সংবাদ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করলো আপিল বিভাগ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৬ মে) হাইকোর্টের জামিন স্থগিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ