spot_img

পাকিস্তানে তীব্র সংঘর্ষ, এক সেনাসহ নিহত ৯

অবশ্যই পরুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার এবং বান্নু জেলায় পৃথক সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এরমধ্যে একজন সেনা সদস্য এবং বাকি আটজন সন্ত্রাসী। মঙ্গলবার (৬ মে) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) বরাতে এ তথ্য জানায় জিও নিউজন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়। এ সময় সেনা সদস্য মুজাহিদ খান (৪০) বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। এ ছাড়া ৮ জন খারিজিকে (সন্ত্রাসী) নরকে পাঠানো হয়েছে।’

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ আরও জানায়, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী সৈন্যদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তান সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ।’

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) প্রকাশিত তথ্য অনুসারে, দেশটিতে সন্ত্রাসী হামলা আগের থেকে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে বাড়ানো হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান।

জিও নিউজের খবরে বলা হয়, দেশজুড়ে কমপক্ষে ৭৪টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে পাকিস্তানে। এসব ঘটনায় ৯১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন নিরাপত্তা কর্মী, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন জঙ্গি। এ ছাড়া আহত হয়েছেন আরও ১১৭ জন।

সর্বশেষ সংবাদ

বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আল্লাহর রহমতেই ফিরেছেন বেগম খালেদা জিয়া। জার্নির কারণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ