spot_img

পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

রাশিয়া সফরে যাবেন মিয়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইং। সোমবার (৫ মে) মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারক এমআরটিভি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মিয়ানমারের প্রধানমন্ত্রী রাশিয়া সফর করবেন এবং ৯ মে মস্কোতে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন।

আরও জানা যায়, দেশটির রাজ্য প্রশাসনিক পরিষদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রাশিয়ায় একটি বন্ধুত্বপূর্ণ সফর করবেন এবং মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে উত্সর্গীকৃত অনুষ্ঠানে অংশ নেবেন, পাশাপাশি উদযাপনে যোগদানকারী দেশগুলির নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।

সর্বশেষ সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাউশির ছয় নির্দেশনা

দেশজুড়ে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ