spot_img

রাশমিকার সঙ্গে বিজয়ের প্রেম ভেঙে খানখান!

অবশ্যই পরুন

দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের কিন্তু মুখে কুলুপ। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছুটা বটে। রাশমিকা-বিজয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা, যা রটল, তার অনেকটাই ঘটল। এই তারকা জুটির সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যেত, রাশমিকা ও বিজয়ের প্রেম একেবারে জমজমাট। কিন্তু হঠাৎই বিজয় ও রাশমিকার প্রেমের গল্পে টুইস্ট। নতুন গুঞ্জন, বিজয় ও রাশমিকা নাকি সম্পর্কে ইতি টেনেছেন!

জোর চর্চা, প্রেমিকা রাশমিকা মান্দনাকে সমাজমাধ্যমে আর অনুসরণ করছেন না বিজয়। এ খবর চাউর হতেই নড়ে বসেছেন দুই অভিনেতার অনুরাগীরা। হঠাৎ এমন কী হল যে প্রেম ভেঙে খানখান? প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে। গুঞ্জন শুরু হলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিজয়-রাশমিকা কেউই।

রোববার সকালে আচমকাই সংবাদমাধ্যমের চোখ যায় অভিনেতার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তারা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাদের মধ্যে রাশমিকা নেই! সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। অথচ দিন কয়েক আগেও কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সরাসরি মুখে স্বীকার না করলেও নেপথ্যের পটভূমিকা বলে দিচ্ছিল, কখনও তারা একই হোটেলে দুপুর বা রাতে একসঙ্গে খাওয়াদাওয়া করছেন। একই সঙ্গে ছুটি নিয়ে একই জায়গায় বেড়াতেও যাচ্ছেন! নতুন বছরের শুরুতে দেবরকোন্ডা সমাজমাধ্যমে ঘোষণা করেন, তিনি আর ‘সিঙ্গল’ নন। প্রেমিকার নাম না বললেও এর পরেই নায়িকাকে দেখা যায় বিজয়ের পরিবারের সঙ্গে দুপুরে একসঙ্গে সময় কাটাতে। একাধিক অনুষ্ঠানেও দুই পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। সে সবই কি তা হলে মিথ্যা? আশার কথা, নায়িকা এখনও নায়ককে সমাজমাধ্যমে অনুসরণ করছেন।

সর্বশেষ সংবাদ

কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ