spot_img

ভোটের মাঠে লড়াই নিয়ে আসছে ‘পঞ্চায়েত’ চতুর্থ সিজন

অবশ্যই পরুন

২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারেননা তিনি। সেখান থেকেই শুরু কাহিনী।

পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে।

তিনটি সিজনের সাফল্যের পর এবার আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে সিরিজটির টিজার অবমুক্ত করেন দীপক মিশ্র, চিত্রনাট্যকার চন্দন কুমার, অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার প্রমুখ।

টিজার প্রকাশ পর সিরিজ টিম থেকে জানানো হয়েছে, আগামী ২ জুলাই প্রকাশ পাবে পঞ্চায়েতের চতুর্থ সিজন। এ সিজনের গল্প ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপকে ঘীরে। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ভোটের মাঠে তাদের জোর টক্করের পাশাপাশি থাকবে অভিষেক, প্রহ্লাদ, বিকাশ, সানভিকাদের গল্পও।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের...

এই বিভাগের অন্যান্য সংবাদ