পেরুর উত্তরাঞ্চলীয় পাটাজ খনির এলাকায় কয়েকদিন আগে অপহরণের শিকার ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। রোববার (৪ মে) খনি কোম্পানি পোদেরোসা এ তথ্য জানায়। খবর বিবিসিরি।
পুলিশ উদ্ধারকারী দল প্রবল অনুসন্ধান চালানোর পর শ্রমিকদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবৈধ খনি শ্রমিকরা অপরাধীদের সঙ্গে যোগসাজশে শ্রমিকদের অপহরণ করে বলে ধারণা পুলিশের।
বিবিসি বলছে, চক্রটি একটি খনির ভেতরে শ্রমিকদের জিম্মি করে রেখেছিল। এ ছাড়া এক সপ্তাহ ধরে তারা খনি শ্রমিকদের আত্মীয়দের কাছে হুমকিমূলক বার্তা পাঠাচ্ছিল। গত কয়েক বছরে দেশটির খনিতে আক্রমণকারী অপরাধীদের সংখ্যা বেড়েছে।
কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ অবৈধ খনি রোধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে তারা হতাশ। এই অঞ্চলে সহিংসতার পরিবেশ ক্রমশ বাড়ছে বলেও অভিযোগ তাদের।
পেরুর সংবাদমাধ্যম দিয়ারিও কোরিও বলেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শ্রমিকদের একেবারে কাছ থেকে হত্যা করা হচ্ছে, যা অপহরণকারীরা নিজেরাই রেকর্ড করেছে। যদিও কেন চক্রটি এই দলটিকে হত্যা করেছে তা স্পষ্ট নয়।
কোম্পানিটি জানিয়েছে, ২০২০ সাল থেকে অবৈধভাবে বেশ কয়েকটি খনি দখল করেছে অপরাধী চক্র। এসব কারণে তাদের কর্মীদের এবং কারিগর খনি শ্রমিকদের শারীরিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।
পেরু বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ, যারা বছরে ১০০ টনেরও বেশি সোনা উত্তোলন করে। এটি সমগ্র বিশ্বের বার্ষিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।