কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিলের জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় ভারতে নিষিদ্ধ করা হয়েছে বেশ কিছু পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম প্রোফাইল। যে তারকাদের ইনস্টাগ্রাম ভারতে দেখা যাচ্ছে না, তাদের তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, ফাওয়াদ খান, আলি জাফর, আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খানের মতো জনপ্রিয় তারকারা।
ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, এই নিষেধাজ্ঞায় হতাশ হয়ে পড়েছেন লাখো ভারতীয় অনুরাগী। তবে অনেকেই দমে যাননি। বরং প্রিয় তারকাদের ছবি ও ভিডিও দেখার জন্য প্রযুক্তির আশ্রয় নিয়েছেন তারা। জানা গেছে, বহু ভক্ত এখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে হানিয়া আমিরের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছেন।
হানিয়ার সাম্প্রতিক পোস্টগুলোর নিচে ভারতীয় অনুরাগীদের একের পর এক মন্তব্য উঠে আসছে। কেউ লিখেছেন, “ভয় পাবেন না, আমরা ভিপিএন ব্যবহার করে এসেছি, শুধু আপনাকে দেখার জন্য।” কেউ লিখেছেন, “আমরা আপনার জন্য ভিপিএন কিনেছি, আপনাকে ভালোবাসি।” আরেকজন লিখেছেন, “আপনাকে অনেক মিস করছি, হানিয়া।”
ভক্তদের এমন ভালোবাসায় আবেগ ধরে রাখতে পারেননি হানিয়া আমির নিজেও। ইনস্টাগ্রামে এক মন্তব্যের জবাবে তিনি লেখেন, “আমি কেঁদেই ফেলব।”