ভারতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ভারত সরকার।
সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতে এই দুই নেতার প্রোফাইলে প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে: “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”
পিপিপি এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, পেহেলগাম হামলা নিয়ে বিলাওয়ালের আন্তর্জাতিক মঞ্চে সাহসী বক্তব্যে অস্বস্তিতে পড়েছে ভারত। বিলাওয়াল হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, “নরেন্দ্র মোদি আতঙ্কিত এবং এই সিদ্ধান্ত তার অসহিষ্ণু মনোভাবের প্রমাণ।”
বিলাওয়ালের মুখপাত্র দাবি করেন, তিনিই বিশ্বের সামনে প্রথম মোদির ‘গুজরাটের কসাই’ পরিচয় উন্মোচন করেছিলেন এবং ভবিষ্যতেও তিনি মোদির “যুদ্ধবাজ” মানসিকতার বিরুদ্ধে কথা বলে যাবেন।
এদিকে, ভারত সরকার ২২ এপ্রিলের পেহেলগাম হামলার পর পাকিস্তানি সরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, কনটেন্ট নির্মাতা, অভিনেতা ও ক্রীড়াবিদসহ একাধিক এক্স, ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে এক্স প্ল্যাটফর্মটি নিষিদ্ধ রয়েছে।