spot_img

বিচার বিভাগ স্বাধীন না হলে অন্যান্য সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি

অবশ্যই পরুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, কোনো সেক্টরের সংস্কার কার্যক্রমই স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগে সংস্কারের ওপর ভিত্তি করে আরও বৃহত্তর সংস্কারের কাঠামো নির্মিত হতে পারে।

রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বর্তমান সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশে বিচার বিভাগই একমাত্র পূর্ণাঙ্গ কার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো— ইউএনডিপি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইডেন —গত ডিসেম্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তাদের নীতিগত সমর্থন দিয়ে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রযুক্তিগত অগ্রগতি আধুনিক জীবন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে দিয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এখন অপরাধের প্রকৃতিতে এক মৌলিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। পূর্বে যেখানে অপরাধ হতো বাস্তব জগতে, এখন তা ক্রমশ স্থানান্তরিত হচ্ছে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের মতো ভার্চুয়াল জগতে। বিশ্বের রাষ্ট্রসমূহকে এই নতুন ধরনের প্রযুক্তিনির্ভর অপরাধ এবং সাইবারক্রাইম মোকাবেলায় কার্যকর আইনি কাঠামো প্রণয়নে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এপ্রিলে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার

গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)...

এই বিভাগের অন্যান্য সংবাদ