spot_img

আনচেলত্তিতে আস্থা নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কাফুর

অবশ্যই পরুন

কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ)। এদিকে ২৫ মে’র আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ রিয়াল মাদ্রিদ বস। তবে আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। পাশাপাশি দেশি কোচ নিয়েই ৫ বার বিশ্বকাপ জয়ের কথাও মনে করিয়ে দিলেন সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই ইউরোপিয়ান কোচের সন্ধানে নেমেছে ব্রাজিল। রোনালদো নাজারিও ও অনেকে বিদেশি কোচের পক্ষে থাকলেও রিভালদোর মতো অনেকে আবার বিপক্ষেও ছিলেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকে বিশেষ নজর ছিল সেলেসাওদের। আনচেলত্তির কোচ হওয়ার কথা থাকলেও পরে সেটি হয়নি। কিন্তু এখন আবার দৃশ্যপটে আনচেলত্তি।

লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। তবে কোচ আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন কাফু।

তিনি বলেন, যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয়, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল হিসেবে পাঁচবার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই। আমাদের সব সময় দেশি কোচই ছিল, এটাই ব্যাপার। ব্যাপারটা এমন না যে একজন বিদেশি কোচের জাতীয় দলে আসা উচিত। কিন্তু আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরই বাজি ধরব।

এদিকে, সময়ের সাথে সাথে বাড়ছে রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের। একই সঙ্গে তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনাও যেন বাড়ছে। তবে এসব নিয়ে একেবারেই নিশ্চুপ অভিজ্ঞ এই কোচ। লা লিগা শেষের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোন কিছু বলতে নারাজ এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

আনচেলত্তি বলেন, এই ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি। তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চলতি মাসের ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়।

লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

এখন দেখার বিষয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে কাকে দেখা যায়। বিগত ২ দশক ধরে হেক্সা শিরোপার স্বপ্ন দেখে যাচ্ছে সেলেসাওরা।

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের প্রতি যেসব নির্দেশনা বিএনপির

চিকিৎসা শেষে আগামী ৬ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমীরের বিশেষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ