spot_img

নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি দ্রুত করার আবেদন জামায়াতের

অবশ্যই পরুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে। রোববার (৪ মে) সকালে দলটির পক্ষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এই আবেদন করেন।

পরে আপিল বিভাগ আগামী মঙ্গলবার (৬ মে) বা বুধবার (৭ মে) আপিলের শুনানির জন্য আসতে বলেন।

জামায়াতের আইনজীবী এহসান আব্দুল্লাহ আপিল বিভাগকে বলেন, এ মামলাটির আপিল শুনানি শুরু হলেও হুট করেই তা আবার বন্ধ হয়ে যায়। জামায়াতের নিবন্ধন ইস্যুটি দ্রুত শুনানির প্রয়োজন।

গত ৩ ডিসেম্বর এই আপিলের প্রথম দিনের শুনানি হয়। গত ২২ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধনের খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ

জবাবদিহিতা না থাকায় গত দেড় দশকে রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, পাশাপাশি সবক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ