লা লিগার চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের দুই মেরুর দল বার্সেলোনা ও রেয়াল ভাইয়াদলিদের লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা। শনিবার রাতে ২-১ গোলের জয় পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা, যা তাদের লিগের শীর্ষস্থানে আরও সুসংহত করেছে।
ইভান সানচেসের ষষ্ঠ মিনিটের ভাগ্যবান গোলে এগিয়ে যায় অবনমন নিশ্চিত হওয়া ভাইয়াদলিদ। তার দূরপাল্লার শট ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক পরিবর্তন করে ভয়ংকর হয়ে ওঠে, যা ঠেকাতে ব্যর্থ হন ইনজুরি কাটিয়ে ২২২ দিন পর মাঠে ফেরা অধিনায়ক গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
প্রথমার্ধজুড়ে বল দখলের দিক থেকে দাপট দেখালেও (৮২%) ভাইয়াদলিদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা। লক্ষ্যে মাত্র তিনটি শট নিতে সক্ষম হয় তারা, যেগুলোও সহজেই সামলান গোলরক্ষক ফেরেইরা।
দ্বিতীয়ার্ধে রাফিনিয়া ও ফ্রেংকি ডি ইয়ংয়ের আগমনে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৪তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান রাফিনিয়া। বুক দিয়ে বল নামিয়ে ঠাণ্ডা মাথায় শটে জাল খুঁজে পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ম্যাচে ফেরে সমতা।
মাত্র ছয় মিনিট পর ফের্মিন লোপেস অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন। জেরার্দ মার্তিনের পাস পেয়ে ডি বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জাল কাঁপান তিনি।
শেষদিকে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলমুখে সফল হতে পারেনি। এক্তর ফোর্তের শট পোস্টে লেগে ফিরলে হতাশ হয় বার্সা, আবার লাতাসার শট দুর্দান্তভাবে ঠেকান টের স্টেগেন। ৮৭তম মিনিটে রাফিনিয়ার ফ্রি কিকও ফিরিয়ে দেন ফেরেইরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে থাকা রেয়াল মাদ্রিদের সংগ্রহ ৭২ পয়েন্ট।
এই ম্যাচে জয় পাওয়াটা বার্সার জন্য কেবল তিন পয়েন্টই নয়, বরং চ্যাম্পিয়নশিপ দৌড়ে মনোবল বাড়ানোরও বড় এক মুহূর্ত।