spot_img

শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৬ রানের বড় জয় পেলো যুব টাইগাররা

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে। বড় রানের চাপেই যেন শেষ হয়ে যায় লঙ্কানরা! ১৪৬ রানের বড় জয়ের দিনে বেশ কিছু রেকর্ডও গড়েছে জুনিয়র টাইগাররা।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডেতে ৩৩৬ রান দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর চেয়ে বেশি রান করতে পেরেছে কেবল একবারই। সেটা ২০১৯ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই। সেবার ৩৪০ রান করেছিল টাইগার যুবারা।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন জাওয়াদ আবরার। ৮ ম্যাচ খেলে যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর চেয়ে কম ম্যাচ খেলে আর কোনো ব্যাটার ২ সেঞ্চুরি করতে পারেননি। আরিফুল ইসলাম ১৫ ম্যাচে ২ সেঞ্চুরি করেছিলেন।

আজকের ম্যাচে ৮ বলে ২৩ রান করেছেন সামিউল বসির। যেখানে স্ট্রাইকরেট ছিল ২৮৭.৫০। বাংলাদেশের হয়ে অন্তত ২০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড এটি। ৩৪২.৮৫ এবং ৩২০ স্ট্রাইকরেট নিয়ে প্রথম দুই স্থানে রয়েছেন আবুল হাসান এবং তানজিদ হাসান।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার জয়, লা লিগার শীর্ষে ফ্লিকের দল

লা লিগার চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের দুই মেরুর দল বার্সেলোনা ও রেয়াল ভাইয়াদলিদের লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ