spot_img

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো পাকিস্তান

অবশ্যই পরুন

পাকিস্তান সফলভাবে আবদালি ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থা, যার পাল্লা ৪৫০ কিলোমিটার। শনিবার (৩ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। তাদের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও উচ্চতর গতিশীলতা যাচাই করা। এমন খবর প্রকাশ করেছে ডন

এরআগে অবশ্য যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত। উত্তর প্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় দেশটির বিমান বাহিনী।

পাকিস্তানের ক্ষেপনাস্ত্রটি ছিল “এক্স ইন্ডাস” নামক মহড়ার অংশ। এতে উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (AFSC) প্রধান, কৌশলগত পরিকল্পনা বিভাগ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে ছিলেন কৌশলগত প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরাও।

রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণে অংশ নেওয়া সেনা ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়েছেন।

তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। এ ধরনের সক্ষমতা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক বলে তারা উল্লেখ করেন।

উৎক্ষেপণটি এমন সময়ে হয়েছে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক।

এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক রেখেছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। ভারতের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। ২৫ এপ্রিল থেকে নিয়ন্ত্রণ রেখায় (LoC) গোলাগুলি চলছে।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (৩ মে) বিবৃতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ