বলিউড অভিনেতার রিল লাইফ সকলেরই জানা। তবে রিয়েল লাইফে শাহরুখ খান কেমন তা হয়তো অনেক ভক্ত অনুরাগীদের জানার আগ্রহ তুঙ্গে। শ্যুটিং থেকে প্রযোজনা সবটা নিয়ে বিস্তর চাপে থাকেন নায়ক। অবসর মেলে খুব অল্পই। তবে যখন কাজের ফাঁকে ছুটি পান, তখন বাদাশা বাড়িতে কী করেন জানেন? নায়ক দাবি করেন, বউ গৌরীর কথা মতই তখন নাকি বাড়ির ছোট ছোট কাজ সামলে নেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়েব সামিট ২০২৫’-এর অনুষ্ঠানে এই প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন কিং খান। এই অনুষ্ঠানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। করণ জোহর তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে করণই তাকে জিজ্ঞাসা করেন যে, শাহরুখ খান যখন সম্পূর্ণ অবসরে থাকেন, যখন ক্যামেরা তাকে অনুসরণ করে না তখন তিনি কী করেন?
শাহরুখ খান প্রশ্নের উত্তরে বলেন, ‘তুমি তো এটা জানো, দীপিকাও এটা জানে অবশ্য। আমার ঘনিষ্ঠ বন্ধুরা যাদের আমি খুব ভালোবাসি তারাও নিশ্চয়ই এটা দেখেছে। আমি কিছুই করি না। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন। যারা কিছুই করে না, তারাই আশ্চর্য কিছু করে। তাই আমি কিছু করি না। আমি আসলে কিছু করি না।’
তারপর নায়ক আরও বলেন, ‘ধরুন ঘর পরিষ্কার হচ্ছে, আমার স্ত্রী আমাকে বললেন ওই ঘরটা পরিষ্কার নেই, আমি তখন এই ঘরটা পরিষ্কার করে নিলাম। যদি আমার ছেলে বলে যে আমার খাতায় মলাট করা নেই, অবশ্য আজকাল আবার খাতাও পাওয়া যায় না। অথবা যদি বলে তুমি আমার আইপ্যাড একটু আপডেট করো, তাহলে আমি তাই করি। আমি খুব ছোটখাটো কাজ করি। অথবা আমি কিছুই করি না।’ অভিনেতা জানান তিনি খুব বেশি কাজ করা বা খুব বেশি অহেতুক চিন্তা করা এড়িয়ে চলেন।
শাহরুখ জানান, তিনি খুব বেশি কাজ করা, খুব বেশি চিন্তা করা, খুব বেশি কিছু করা এড়িয়ে চলেন। তার কথায়, ‘আমি এক ধরণের ধ্যানমগ্ন অবস্থায় চলে যাই। তাই আমি আমার ঘরে বসে থাকি। যখন আমি সেটে থাকি না, তখন আমি কিছুই করি না। আমি এটা সত্যি বলছি। কিন্তু আমি আমার বন্ধুদের খুশি রাখি, বাচ্চাদের সঙ্গে খেলা করি। কিন্তু এই সব ছাড়া আমার মনে হয় না আমি আর কিছু করি। আমি নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।’