spot_img

রাতের আধারে বদলে যান সালমান খান: মিকা সিং

অবশ্যই পরুন

বলিউড মেগাস্টার সালমান খানের মন মর্জির কথা ফাঁস করলেন জনপ্রিয় গায়ক মিকা সিং। এক সাক্ষাৎকারে মিকা জানান, দিন ও রাতের সালমান

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, প্রায়ই মুড সুইং হয় বলিউড ভাইজান খ্যাত সালমানের। তাই অনেক সময় রাতের খাবারের পর মদ্যপান করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকা বলেন, সালমানের সঙ্গে নৈশভোজ করার সুযোগ হয়েছিল। তিনি আমার সঙ্গে রাতের খাবার খান। সেইসঙ্গে একটু মদও পান করেন।

মিকা আরও বলেন, এরপরই কম কথা বলা মানুষটা নিজের ফরমাল খোলসটা থেকে বের হতে শুরু করেন। শিশুদের মতো সালমান আমার সঙ্গে মিশতে শুরু করেন। যেন আমি আর সালমান দুজনেই সমান। তবে আমি মনে করি, কারো মদ্যপ অবস্থায় কখনই ভুলে যাওয়া উচিত নয়, মেগাস্টার সালমানের সঙ্গে বসে সময় কাটাচ্ছেন তিনি।

এরপরই এ গায়ক গোপন কথা ফাঁস করে বলেন, গান খুব পছন্দ করেন সালমান। আমার কাছে একটি গান শুনতে চান। আর আমিও বোকার মতো পুরো গান গেয়ে শুনাই। সে সময় হয়তো আমাকে জোকারই ভেবেছেন সালমান। দিনে নানা রকমের ভাবনাচিন্তায় ডুবে থাকেন তিনি। আর সন্ধ্যা নামতেই মেজাজ বদল হতে শুরু করে তার। প্রয়োজন পড়লে মধ্যরাতেও ফোন করেন। কাছের মানুষদের ভোর চারটার সময়েও ফোন দেন সালমান। সে সময় ফোন না ধরলেই রেগে যান এ সুপারস্টার।

বলিউড সিনেমায় একসঙ্গে অসংখ্য কাজ করেছেন সালমান ও মিকা। নায়কের সিনেমায় গান গেয়ে জনপ্রিয়তা বেড়েছে মিকার। এ জুটির গানের মধ্যে দেশি বিট, আজ কি পার্টি, পার্টি চলে অন, ডিঙ্গা চিকার মতো গানগুলো দর্শক জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (৩ মে) বিবৃতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ