২০২৪ সালে নতুন দৃষ্টান্ত গড়েছে দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা-২: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই সিনেমাটি। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। এই সিনেমা নিয়ে দর্শকমনে আগ্রহ এখনো তুঙ্গে। তবে ‘পুষ্পা ২’ সিনেমার একটি দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন আল্লু। বেশ সেই দৃশ্যের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছিল এই অভিনেতাকে।
‘ওয়েব সামিট ২০২৫’-এর মঞ্চে এ সিনেমার একটি দৃশ্যের শুটিং নিয়ে আল্লু জানান, সিনেমার কোন দৃশ্যটি নিখুঁতভাবে তুলে ধরার জন্য ৮০ বার টেক নিতে হয়েছিল তাদের।
আল্লু বলেন, ‘আপনারা সবাই “পুষ্পা ২” সিনেমার ট্রেলারটি নিশ্চয়ই দেখেছেন। ট্রেলারটির মধ্যে পাল্লু শট অর্থাৎ ওড়না নিয়ে যে দৃশ্যটি শ্যুট করা হয়েছিল, সেটি করতে প্রায় ৭০ থেকে ৮০ টেক নিতে হয়েছিল। এই দৃশ্যটি শ্যুট করা শুরু হয় সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত, প্রায় ১১ টা বেজে যায় আমার ব্যাপারটি বুঝতে বুঝতে। অবশেষে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ শট নিতে পারি আমরা।’
সিনেমার দৃশ্য ধারণের কথা উল্লেখ করে আল্লু বলেন, ‘৮০টি টেক নিতে নিতে সবাই ক্লান্ত হয়ে যায়। তবে আমার মনে হয়েছিল এটি আমি নিখুঁতভাবে তুলে ধরবই। অবশেষে ৮৫তম বা ৭৮তম শটে নিখুঁতভাবে এ দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়েছিল।’
‘পুষ্পা’ সিনেমার অসাধারণ সাফল্যের পর যখন ‘পুষ্পা ২’ মুক্তি পায়, তখন সেটি ভেঙেছিল একের পর এক রেকর্ড। ভারতজুড়ে মানুষ সিনেমাহলে ভিড় করেন সিনেমাটি দেখার জন্য। আল্লু অর্জুন ছাড়াও ‘পুষ্পা ২’ সিনেমায় অভিনয় করেছিলেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ অনেকেই।