spot_img

সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ মে) এ চুক্তির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তর জানায়, এই অস্ত্রচুক্তি সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসে জমা দেওয়া হয়েছে। চুক্তির আওতায় সৌদি আরবকে ১ হাজারটি ‘এআইএম-১২০’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এ ধরনের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র আকাশে থাকা শত্রু লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম এবং আধুনিক যুদ্ধবিমানে বহুল ব্যবহৃত।

এই চুক্তি ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যে কৌশলগত মিত্রদের প্রতি সামরিক সহায়তা জোরদারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। এই সফর তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। এর আগে তিনি ইতালির রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় পরিসরের বাণিজ্য ও সামরিক চুক্তি করার বিষয়ে শুরু থেকেই আগ্রহ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। তাছাড়া, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি আরবের ভূমিকা নিয়েও মার্কিন প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে।

এই অস্ত্রচুক্তি যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কের সামরিক অংশীদারিত্বকে আরও মজবুত করার এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো ইউক্রেন-রাশিয়া

২০২২ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ