spot_img

আবারও নিষিদ্ধ ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার

অবশ্যই পরুন

ভারতের হয়ে ২০০৭ টি২০ বিশ্বকাপজয়ে রেখেছিলেন অবদান! ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের শোভাও হয়েছেন শ্রীশান্ত। যদিও খেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড তাকে সবসময় আলোচনায় রেখেছে। আইপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগের শাস্তিতে ক্যারিয়ারও মুখ থুবড়ে পড়ে তার। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।

কেরালা ক্রিকেট সংস্থা (কেসিএ) সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে শ্রীশান্তকে তিন বছর নিষিদ্ধ করেছে। কেসিএ শুক্রবার (২ এপ্রিল) এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করায় এমন শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। কোচিতে পরশু তাদের এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রীশান্ত কেরালা ক্রিকেট লিগের কোল্লাম অ্যারাইজ নামের এক ফ্র্যাঞ্চাইজির সহস্বত্বাধিকারী। বিনোদ কুমার নামের কেসিএর এক কর্মকর্তা বলেন, ‘তার উত্তর সন্তোষজনক ছিল না। ভারতীয় দল থেকে সঞ্জুকে বাদ দেওয়ায় সে আমাদের দায়ী করেছিলো।’

এ বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে কেরালা থেকে বাদ দেওয়া হয়েছিলো সঞ্জু স্যামসনকে। পরে স্যামসনের ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি। এ ঘটনায় অসন্তুষ্ট শ্রীশান্ত পরে বিসিসিআইকে ধুয়ে দিয়েছিলেন। ভারতের সাবেক পেসার পরে মন্তব্য করেছিলেন, সঞ্জুর পর আর কোনো ক্রিকেটার কেসিএ প্রস্তুত করতে পারেনি।

শ্রীশান্তের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল কেসিএ। কেসিএ বলেছে, বিতর্কিত মন্তব্যের জেরে কেসিএ শ্রীশান্ত, ফ্র্যাঞ্চাইজি কোল্লাম অ্যারাইজ, ‘আলেপ্পে টিম লিড’-এর কনটেন্ট ক্রিয়েটর সাই কৃষ্ণান, আলেপ্পে রিপলসকে পাঠিয়েছে কারণ দর্শানোর নোটিশ। ফ্র্যাঞ্চাইজি নোটিশের সন্তোষজনক উত্তর দেওয়ায় আর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি টিম ম্যানেজমেন্টে লোক নেওয়ার সময় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, দুই বিশ্বকাপজয়ের পাশাপাশি ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০টি টি২০ খেলেছেন শ্রীশান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে নিয়েছেন ১৬৯ উইকেট। ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ ওঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে নিষিদ্ধ করেছিল। পরে ভারতের সুপ্রিম কোর্ট তার শাস্তি মওকুফ করেছিলেন।

সূত্র: দ্য স্টেটসম্যান

সর্বশেষ সংবাদ

নিউইয়র্কের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোমবার নিউইয়র্কে ঘটে যাওয়া উদ্বেগজনক ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ