spot_img

ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতিকে গৃহবন্দি থাকার নির্দেশ

অবশ্যই পরুন

ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি ফার্নান্দো কলর ডি মেলোকে এক বিশেষ শাস্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গৃহবন্দী অবস্থায় তাকে সাজা ভোগের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস।

গতকাল বৃহস্পতিবার (১ মে) এ রায় দেওয়া হয়। ফার্নান্দো দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।

পার্কিনসন রোগে আক্রান্ত ৭৫ বছর বয়সী ফার্নান্দোর গুরুতর শারীরিক অবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিনেটর থাকাকালীন একটি নির্মাণ কোম্পানি ও পেট্রোব্রাসের একটি সাবেক সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদনে সহায়তা করার বিনিময়ে ২০ মিলিয়ন রিয়েস (প্রায় ৩.৫ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

মোরেস বলেন, গৃহবন্দী অবস্থায় ফার্নান্দোকে ইলেকট্রনিক গোড়ালি ব্রেসলেট পরতে হবে ও পাসপোর্ট জমা দিতে হবে। এটি ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : এএফপি

সর্বশেষ সংবাদ

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ