spot_img

গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে: প্রেস সচিব

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। শুক্রবার (২ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। ডিজিটাল সিকিউরিটি আইনে বিগত সরকার সবার মুখ বন্ধ করতে চেয়েছে। সেটা সংশোধন হয়েছে। অনেকে মিথ্যা ও ভুল সংবাদ প্রচার করলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরওয়া বলেন, তিন সাংবাদিককে সরকার চাকুরিচ্যুত করেনি বা কোন চাপ দেয়নি। তাদের জন্য তিন গনমাধ্যমের সামনে সাংবাদিকরা চাইলে আন্দোলন করতে পারেন।

সর্বশেষ সংবাদ

ইরানকে নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্কার থেকে সরে যেতে হবে। এছাড়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ