spot_img

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু পদত্যাগ করেছেন। ধারনা করা হচ্ছে, তিনি আরও বড় দায়িত্ব নিতে পারেন। আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পিপল পাওয়ার পার্টি (পিপিপি) প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োলের সাম্প্রতিক বরখাস্তের পর বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। অন্যদিকে, হান একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। পর্যবেক্ষকদের ধারণা, তিনি আগামীকাল শুক্রবার (২ মে) থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রেসিডেন্ট প্রচারাভিযান শুরু করতে পারেন।

দেশটির জাতীয় টেলিভিশনে হান বলেন, ‘আমার সামনে দুটি পথ রয়েছে। একটি হলো বর্তমান দায়িত্ব সম্পন্ন করা, অন্যটি হলো এই দায়িত্ব ছেড়ে আরও বড় দায়িত্ব নেয়া। অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের সম্মুখীন সংকট মোকাবিলায় যা করতে পারি এবং যা করা প্রয়োজন, তা করার জন্য আমি আমার পদ থেকে সরে দাঁড়াব’।

৭৫ বছর বয়সী হানের প্রায় ৪০ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা রয়েছে এবং তিনি হার্ভার্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতসহ অনেক শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন—প্রথমবার লিবারেল প্রেসিডেন্ট রোহ মু-হিউনের অধীনে ২০০৭-২০০৮ সালে এবং পরে ইয়ুনের আমলে।

সর্বশেষ সংবাদ

‘জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায়’

জনগণ বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত জনতার পুলিশ হিসেবে দেখতে চায়। পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ