শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক-মালিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দরকার।
আজ বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মহান মে দিবস’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শ্রম সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর শ্রমিকদের নিয়ে নতুন কাজ শুরু করেছে। গত ২৪ সেপ্টেম্বর পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রম আইন সংশোধনের ব্যবস্থা নেয়া হয়েছে। ৫ আগস্ট পরবর্তী বেশ কিছু মালিক আত্মগোপনে রয়েছে এবং গ্রেফতার হয়েছে। সেখানে বকেয়ার বিষয়টি দেখতে কমিটি গঠন করা হয়েছে।
সফিকুজ্জামান আরও বলেন, দক্ষতা অনুযায়ী কর্ম সংস্থান অধিদফতর তৈরি করা হচ্ছে। সারাদেশে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শ্রমিকদের জন্য হেল্প লাইন চালু করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়নের কাজও শুরু করেছে।
এছাড়া, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।