spot_img

শাহরুখের ‘কিং’ সিনেমায় পর্দায় ফিরছেন দীপিকা, থাকছে সুহানাও

অবশ্যই পরুন

বলিউডে রাজকীয় প্রত্যাবর্তনের পর কিছুটা বিরতিতে আছেন শাহরুখ খান। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র দুর্দান্ত সাফল্যের পর ২০২৪ সালে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। ২০২৫ সালেও মুক্তি নেই, তবে এই বছরটাই শাহরুখ কাটাবেন নতুন প্রজেক্ট ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত থেকে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এ সিনেমা ঘিরে ভক্তদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান। আর এখন জানা গেছে, পাঠান-জুটি শাহরুখ-দীপিকা পাড়ুকোন আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এই সিনেমার মাধ্যমে।

দীর্ঘ মাতৃত্বকালীন ছুটির পর ‘কিং’ দিয়েই আবার লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন দীপিকা। জানা গেছে, শাহরুখ শুরু থেকেই দীপিকাকে চেয়েছিলেন এই সিনেমায়। কিন্তু দীপিকার ছুটি এবং শিডিউল জটিলতার কারণে মাঝখানে বিকল্প হিসেবে ভাবা হয়েছিল কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফকে। তবে শেষ পর্যন্ত দীপিকাই ফিরছেন ‘কিং’ দিয়ে।

জানা গেছে, ‘পাঠান’-এ দীপিকার উপস্থিতি স্বল্প হলেও ‘কিং’-এ তিনি গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকবেন। অক্টোবর মাসে তার ১০ থেকে ১২ দিনের শুটিং শিডিউল রাখা হয়েছে। শুধু শাহরুখ, সুহানা আর দীপিকাই নন, ‘কিং’-এ থাকছেন আরও চমক। অভিনয় করবেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা প্রমুখ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অমিতাভ বচ্চন থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে, যদিও এখনও নিশ্চিত করা হয়নি। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর, আর গানগুলোতে সুর দিচ্ছেন জনপ্রিয় সুরকার জুটি শচীন-জিগার।

‘কিং’ সিনেমার শুটিং শুরু হবে ১৮ মে, মুম্বাই থেকে। এরপর ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে চলবে দৃশ্যধারণ। শুরুতে সিনেমাটি পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের, কিন্তু নানা কারণে তিনি সরে দাঁড়ালে পরিচালক হিসেবে যুক্ত হন সিদ্ধার্থ আনন্দ। তার হাত ধরেই ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালের শেষ ভাগে।

সর্বশেষ সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেইসাথে, অতীতের যেকোনও সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ