spot_img

শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা

অবশ্যই পরুন

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণের জন্য কাজ করছে সরকার।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, সৃজনশীলতা উদ্ভাবন ও শিল্প-সংস্কৃতিতে মেধাসম্পদ সংরক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিটি গানের সুর-তালের পেছনে রয়েছে গীতিকার, সুরকার, শিল্পী, বাদকদের মেধা ও শ্রম। কিন্তু মেধাস্বত্ব চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা এই শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণের জন্য কাজ করছি। যাতে তারা তাদের রয়্যালটির টাকা সহজে ও সঠিকভাবে পান এবং তাদের সৃষ্টি তাদের নামেই থাকে।

আদিলুর রহমান খান বলেন, এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি পণ্যকে জিআই (ভৌগলিক নির্দেশক) সনদ দেয়া হয়েছে। এদের সংরক্ষণ ও নতুন পণ্য বাড়াতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পরে ২৪ টি জিআই পণ্যের আবেদনকারীদের সনদ প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন

ইতিহাসের এক নির্মম পরিহাসে, ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যাকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিলেন, সেই আয়াতুল্লাহ রুহুল্লাহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ